শুক্রবার রাতের দিকে ধুবুলিয়া থানার অন্তর্গত ধুবুলিয়া দেশবন্ধু নগর এর বাসিন্দার শিক্ষক শ্যামাপ্রসাদ ঘোষের বাড়ির ভেতর থেকে উদ্ধার করেন এক বিষধর কালাচ সাপ। পরিবারের লোকজন সাপটিকে ঘোরাঘুরি করতে দেখে সাথে সাথে এলাকারই এক সর্বপ্রেমীকে খবর দিলে ওই ব্যক্তি এসে সাপটিকে উদ্ধার করে একটি নিরাপদ স্থানে ছেড়ে দেন*।