গতকাল রাত্রি বেলা ওই এলাকার এক যুবক ব্যক্তিগত কাজে বাজারে গিয়েছিল। বাজার থেকে বাড়ি ফেরার পথে, ২ যুবককে সে দেখতে পায়, না চিনতে পেরে তাদের মুখে সে লাইট মারে, এতেই ক্ষিপ্ত হয়ে উঠে দুই যুবক তাকে মাটিতে ফেলে মারধুর করে, এবং তার মা তাকে বাঁচাতে আসলে তার মাকে ওরা মারপিট করে বলে অভিযোগ।