নাবালিকাকে শ্লিলতাহানীর অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের একটি গ্রামে। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর অভিযুক্ত যুবক বেশ কিছুদিন ধরেই ওই নাবালিকাকে উত্ত্যক্ত করছিল বলে অভিযোগ। কয়েকদিন আগেই নাবালিকাকে ওই যুবক শ্লিলতাহানী করে বলে পরিবারের অভিযোগ। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।