রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের সমস্যা খুবই সহজে সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান শিবির চালু করেছে রাজ্য সরকার। সেই মতো বিভিন্ন প্রান্তে চলছে এই শিবির। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের কুশবসান গ্রাম পঞ্চায়েতের গৈতাতে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির আয়োজিত হল। এদিন উক্ত কর্মসূচির সূচনা করেন বিধায়ক সূর্যকান্ত অট্ট।