নলহাটি দুই নম্বর ব্লকের নগোরা গ্রামে অনুষ্ঠিত হয় ভদ্রপুর দুই নম্বর অঞ্চলের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সারা ভারত কৃষক সভার চতুর্থ সম্মেলন। সম্মেলনে ২১ জনের একটি কমিটি গঠিত হয় সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সম্পাদক করা হয় কমরেড রমজান আলীকে, সহ-সম্পাদক করা হয় অজিত মালকে, সভাপতি নির্বাচিত হয় মনিরুল ইসলাম, সহ-সভাপতি হয় হযরত শেখ। শুরুতে দলীয় পতাকা উত্তোলন করার পর শহীদ বেদীতে প্রয়াত কমরেডদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।