স্ত্রীর সোনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন এক বৃদ্ধ। ঋণের সেই টাকা পরিশোধ করার কথা ছিল আজ। তাই ঋণের সেই টাকা আগলে সঙ্গে নিয়েও এসেছিলেন ওই বৃদ্ধ। কিন্তু তার আগে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক চিকিৎসা করাতে যাওয়ায় হল কাল ওই বৃদ্ধের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের লিফটে করে পাঁচ তলা ওঠার সময় পাঞ্জাবির পকেট কেটে উধাও সেই টাকা এবং ফোন। ঘটনা জানাজানি হতেই গোটা মেডিকেল চত্বর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।