দার্জিলিং মেলের ধাক্কায় মৃত স্কুল পুড়ুয়ার নিথর দেহ ফিরলো বাড়িতে কান্নায় ভেঙ্গে পরলো পরিবার। জানা যায় গতকাল রাতে হলদিবাড়ি রেল স্টেশন থেকে শিয়ালদহ গামী দার্জিলিং মেলের ধক্কায় মৃত্যু হয় সৌভিক সাহা নামের এক স্কুল পড়ুয়ার। হলদিবাড়ি শহরের দেশবন্ধু পাড়ার ১৮ বছরের সেই স্কুল পড়ুয়া হলদিবাড়ি হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র। পড়াশোনাতেও বেশ ভালো বলে জানা গিয়েছে। গতকাল হলদিবাড়ির শান্তিনগর এলাকায় দার্জিলিং মেলের ধক্কায় মৃত্যু হয় তার।