এক ঘন্টার বৃষ্টিতে আসানসোল জলমগ্ন, সমস্যা এলাকার দোকানি, পথচলতি সাধারণ মানুষের #jansamasya আজ দুপুর ১টা থেকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকার সাথে সাথে আসানসোলেও শুরু হয় বৃষ্টি। কিন্তু এই বৃষ্টিতে আসানসোলের চিত্র দেখা মিললো অন্য। মাত্র একঘন্টার বৃষ্টির জলে হাটু পর্যন্ত জলে ভর্তি হয়ে যায় আসানসোলের হাটন রোড এলাকা। স্থানীয়র অভিযোগ আসানসোল হাটন রোড,ড্রেনের পরিষ্কার হয় না, এইখান থেকে ড্রেনে জল একটি পুকুরে যেত কিন্তু বেআইনি ভাবে সে পুকুরটি ভরে দেওয়া হয়েছে,