পশ্চিম মেদিনীপুর জেলার CPIM এর জেলা সদস্য সেখ নিয়ামত হোসেন, আজ সন্ধ্যা সাতটা নাগাদ কেশপুরের চড়কা গ্রামে সংবাদমাধ্যমের সাক্ষাতে তিনি বলেন।শস্য বীমার ক্ষেত্রে পুরোপুরি অব্যবস্থা। রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প সম্বন্ধে এদিন CPIM নেতা নেয়ামত হোসেন ঠিক কি বলছেন পাবলিক নিউজের ক্যামেরায় শুনুন