চাকুলিয়া থানার কানকি বিধানপল্লি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে লরির পিছনে ধাক্কা ছোট্ট চার চাকা গাড়ির গুরুতর আহত চালক , জানা গেছে ডালখলা মুখী একটি ছোট্ট চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে জার কারণে ক্ষতিগ্রস্ত হয় ছোট্ট গাড়ির সামনের ভাগ এবং গুরুতর আহত হন চালক