ধর্মনগরের মহকুমা শাসক এবং DMC এর CEO সজল দেবনাথ মহোদয় কর্মসূত্রে অন্য জায়গায় বদলি হয়েছেন । একে কেন্দ্র করে ধর্মনগর পুর পরিষদের অফিসের কনফারেন্স হলে এক বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ধর্মনগরের মহকুমাশাসক সজল দেবনাথ, পুর পরিষদের চেয়ারপারসন সহ অন্যান্যরা।