সাইবার প্রতারণার ঘটনায় ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো থানায়।আজ রাত ১০টা নাগাদ কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে কোনো একটি সংস্থার টাকা এই তিন জন মারফত কয়েকটি একাউন্টে আসতো।সেই টাকা তারা কমিশন নিয়ে অন্য জায়গায় পাঠাত।যেহেতু বিষয়টি তদন্তে রয়েছে।তাই পুলিশের পক্ষ থেকে বিশেষ কিছু জানানো হয় নি।কোথা থেকে সেই টাকা একাউন্টে আসতো।তার পর এই তিন জন মারফত কোথায় পাঠানো হতো সমস্ত বিষয় নিয়ে ইতি মধ্যে ওই তিন জনকে জিজ্ঞাসাবাস শুরু করেছে পুলিশ।