পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের চরগোয়ালপাড়া খামারডাঙ্গা এলাকায় প্রায় এক মাস ধরে জলনিকাশি ব্যবস্থার অভাবে চরম দুর্ভোগে ৪০টি পরিবার। ভারী বর্ষণে ঘরবাড়ি থেকে চাষের জমি পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। অনেকেই বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়ি বা অস্থায়ী তাবুতে আশ্রয় নিয়েছেন। জমে থাকা জল পচে দুর্গন্ধ, মশা–মাছির উপদ্রব বেড়ে অসহ্য পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, পঞ্চায়েতকে জানালেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।