দীর্ঘদিনের বহু প্রত্যাশিত এক্সপ্রেস ট্রেন প্রথম বারের মতো হাইলাকান্দি জেলা সদরের রেল ষ্টেশনে পৌছাকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠেন জেলাবাসী জনসাধারণ।এদিন দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন যাহা সাইরাং থেকে কলকাতা এবং আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস স্বচক্ষে দেখতে উৎসাহিদের ভিড় পরিলক্ষিত হয়। এদিন এক বিশেষ নৃত্য পরিবেশন করা হয়। জেলা সদর হয়ে তিনটি এক্সপ্রেস ট্রেন পরিষেবায় জেলাবাসী জনসাধারণ দুপুর একটা নাগাদ হাইলাকান্দি জেলা সদরে অবস্থান করছেন।