বাংলা নববর্ষকে সামনে রেখে খানাকুলের কুমারহাট এলাকায় ভগবতী মন্দিরেপূজা দিলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। জানাযায় খানাকুলের কুমারহাট এলাকায় এই ভগবতী মন্দির ৫১ সতী পিঠের এক পিঠস্থান বলে জানা যায়। এদিন এই পূজাকে কেন্দ্র করে একটি মেলার আয়োজন করা হয় বলে জানা যায়।