আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে গ্রামবাসীদের সমস্যা শুনলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। আশ্বাসও দিলেন সমাধানের। সোমবার জয়পুর ব্লকের বড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের দুরমা গ্রামে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন জয়পুরের বিডিও সৌম্য শাসমল, জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো, গ্রাম পঞ্চায়েত প্রধান উমা কালিন্দী, উপ-প্রধান সুবোধ মাহাতো, জয়পুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পশুপতি মাহাতো। ছিলেন সমাজসেবী মেঘদূত মাহাতো ও রাজাবাবু আনসারী।