আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর 125তম মন কি বাত অনুষ্ঠান। পূর্ব কর্মসূচি অনুসারে খোয়াই মহকুমার আশারামবাড়ি মণ্ডলের অন্তরগত পূর্ব তকচায়া মন কি বাত কর্মসূচিতে অংশ গ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ড্রক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন কি বাত অনুষ্ঠানে বিজেপি দলের রাজ্য ইন চার্জ রতন ঘোষ, এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, সহ অন্যান্যরা।