বালুরঘাট হাসপাতালে এক প্রসূতির মৃত্যু ও কয়েকজন প্রসূতির অসুস্থতার ঘটনায় শনিবার বিক্ষোভে সামিল হল সিপিআইএম। হাসপাতাল চত্বরে ডেপুটেশন কর্মসূচি পালন করে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব হন দলীয় নেতৃত্ব। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির জেরেই এই ঘটনা। সিপিআইএম নেতৃত্ব দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।