রাস্তার বেহাল দশা।কেশপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সামনেই গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তা,এই রাস্তায় গুরুত্বপূর্ণ অফিস যাতায়াতের পথ। BDO অফিস এবং BL&LRO অফিস এই গুরুত্বপূর্ণ অফিসে যাতায়াত করার পথ। দেখলে হয়তো চিনতেই পারবেন না। পথ চলতি মানুষদের যাতায়াতের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আজ বেলা চারটা নাগাদ এমনই এক চিত্র ধরা পরল পাবলিক নিউজের ক্যামেরায়