আজ সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম দিনের পরীক্ষা। পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল বনদপ্তর। জেলার মেদিনীপুর, শালবনি, গড়বেতা সহ বিভিন্ন ডিভিশনে জঙ্গল পথে চলছে নজরদারি। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, জঙ্গল পথে হাতি বা অন্য কোনও বন্যপ্রাণীর আক্রমণ থেকে পরীক্ষার্থীদের রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।