কুশমন্ডি ব্লকে ফের দলবদলের হিড়িক। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ করঙ্গি অঞ্চলে বিজেপি এবং বামপন্থী শিবির ছেড়ে নয়টি পরিবার যোগ দিল তৃণমূলে।এদিন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সদস্য রেজা জাহির আব্বাসের উপস্থিতিতে এই দলবদল পর্ব সম্পন্ন হয়। বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগেই এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।