মানুষের তারা খেয়ে আসতো একটি ষাঁড় পড়ে গেল কুঁয়োতে। দীর্ঘক্ষণের চেষ্টায় পূর্বস্থলী থেকে আসা দমকল বিভাগের কর্মীরা ওই ষাঁড়টিকে মৃত অবস্থায় উদ্ধার করে মঙ্গলবার দুপুরে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পোলেরহাট বাজার এলাকার এক ব্যক্তির বাড়িতে। জানা গিয়েছে স্থানীয় এলাকার কয়েকজন ওই ষাঁড়টি কে তারা করলে ওই ষাঁড়টি আচমকায় পড়ে যায় ওই কুয়োতে, এরপর খবর দেয়া হয় দমকলকে দীর্ঘক্ষণ চেষ্টায় অবশেষে ষাঁড়টিকে উদ্ধার করা গেল ষাঁড়টিকে বাঁচানো যায়নি।