বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ডাম্পার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোটের বক্সিনগর এলাকায়। শুক্রবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ সেই দুর্ঘটনার দৃশ্য উঠে আসে আমাদের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদশাহী সড়ক ধরে ওই ডাম্পার গাড়িটি বর্ধমানের অভিমুখে যাচ্ছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে ধাক্কা দেয়। এতে গাড়িটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়।