ময়নাগুড়িতে একের পর এক এক শপিংমল, ক্ষতিগ্রস্ত ছোট ছোট কাপড় ব্যবসায়ী থেকে অন্যান্য ব্যবসায়ীরা। একে একে পাঁচটি শপিংমল হয়ে গেল ময়নাগুড়িতে, বিপাকে ছোট ক্ষুদ্র বস্ত্র ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরা। তাদের কথায় এভাবে যদি একের পর এক শপিংমল হতে থাকে তাহলে হয়তো একদিন তাদের দোকানপাট বন্ধ করে দিতে হবে। কারণ তারা জানান তাদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের মতন দোকানদার টিকে থাকা দায়। তাই যদি একের পর এক এরকম একটি ছোট্ট জায়গায় শপিং মলের বিস্তার ঘটে