দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার সৌজন্যে ও ভারত সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের অধীনস্থ এলেমকো কোম্পানীর সহযোগিতায় বুধবার বিকাল চারটা নাগাদ খয়রাশোল বিধায়ক কার্যালয়ে বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সহায়ক সরঞ্জাম নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হয়। খয়রাশোল ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় পাঁচ শতাধিক উপকারভোগীর জন্য এই শিবিরে বয়শ্রী যোজনার অধীনে সহায়ক সরঞ্জাম নির্ণয় করা হয়।