পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নারমা গ্রাম পঞ্চায়েতের শরগেরিয়া এবং আম্বিশান গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় 24 জন। উক্ত গ্রামে তাদের ডেঙ্গু আক্রান্তিদের সঙ্গে দেখা করতে গেলেন ব্লক স্বাস্থ্য অধিকারী আশীষ কুমার মন্ডল, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপর্না জৈন সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এদিন ডেঙ্গু আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদেরকে একাধিক সচেতন ও তার বার্তা দেন স্বাস্থ্য আধিকারিক ও কর্মীরা।