সাগরদিঘী ওয়াক আপ মঞ্চের পক্ষ থেকে রাহুল আমিনকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো। প্রসঙ্গত গত ২০ আগস্ট কলকাতায় ধর্মতলায় ধরনা মঞ্চে সামিল হয়েছিল প্রায় কুড়িটি মুসলিম সংগঠন ওয়াকাপ আইন প্রত্যাহারের দাবিতে। রাজ্য পুলিশের পক্ষ থেকে ধর পাকর শুরু হয় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়, আটক করা হয় একাধিক আন্দোলনকারীদের। সেই আন্দোলনকারীদের ওর মধ্যে অন্যতম হলো সাগরদিঘির ভূমিপুত্র রাহুল আমিন।