প্রসঙ্গত কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে এই দিন দুপুরে কৃষ্ণনগর রবীন্দ্রভবনে ক্লাব এবং বারোয়ারির কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি বেশ কিছু ক্লাব বারোয়ারীকে চেক প্রদান করা হয়।জানা যায় কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত ১৫৭৫ টি ক্লাব এবং বারোয়ারীকে দুর্গা পুজো উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক প্রদান করা হবে।এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাংসদ মহুয়া মৈত্র সহ অন্যান্যরা।