২৯ শে আগষ্ট শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত হয় নলহাটি দুই নম্বর ব্লকের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রামে মনসা পূজো উপলক্ষে মনসা মঙ্গল গান। গ্রামের মঙ্গল কামনায় এই পূজো ও গানের আয়োজন করা হয়। সাত দিন ধরে অনুষ্ঠিত হবে এই মনসা মঙ্গল গান। আগামীকাল শুরু হয় এই গান আজ দ্বিতীয় দিন। গ্রামবাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই মনসামঙ্গল গান।সাধারণত মনসা দেবীর উপাসনা এবং চাঁদ সদাগরের মতো চরিত্রদের অভিনয়ের মাধ্যমে মনসার মাহাত্ম্য প্রচার করা হয়