চৌধুরীহাটে তৃণমূলের INTTUC-র অন্তর্গত জেলা ক্ষৌরকার সমিতির ব্লক ভিত্তিক কর্মীসভা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র অন্তর্গত কোচবিহার জেলা ক্ষৌরকার সমিতির দিনহাটা দুই নম্বর ব্লক কমিটির এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।রবিবার বিকেল পাঁচটা নাগাদ শুরু হওয়া এই কর্মীসভায় তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য এবং INTTUC ব্লক সভাপতি মিলন সেন উপস্থিত ছিলেন।