গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে জলস্তর বেড়ে চলেছে সুবর্ণরেখা নদীর। যেকোনো মুহূর্তে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় ঢুকতে পারে জল। মানুষকে সচেতন করতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির সুবর্ণরেখা নদী তীরবর্তী নছিপুরে ডুমুরখোলা গ্রামে ব্লক প্রশাসনের উদ্যোগে মাইকিং করে সচেতনতার বার্তা দেয়া হয়।গ্রামে জল ঢুকলে কি কি করণীয় সেই বার্তা দেয়া হয়।