দক্ষিণ ২৪ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত বেলপুকুর রাঙাপাড়া এলাকায় ছয় মৎস্যজীবী নৌকা নিয়ে গভীর নদীতে মাছ ধরতে যায় সেখানে রোলিং হওয়ার কারণে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায় গভীর রাতে ঘটনাটি ঘটার হলে অনেক সমস্যা করতে হয় মৎস্যজীবীদের গভীর রাতে অন্যান্য মৎস্যজীবীদের ট্রলার তাদেরকে উদ্ধার করে। বৃহস্পতিবার দিন ছয় মৎস্যজীবীদের কে চিকিৎসা করানো হয় বেলপুকুর হাসপাতালে