পিছিয়ে পড়া এলাকার মহিলা ও কৃষকদের নিয়ে ভেদাকুই গ্ৰামে ইফকো ও আইএফএফডিসির উদ্যোগে হল কৃষক সভা, ও কৃষি সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শতরঞ্জি,সেলিই মেশিন এবং বাক্স বিতরণ কর্মসূচী। রবিবার বিনপুর 2 ব্লকের বেলপাহাড়ী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত ভেদাকুই গ্ৰামে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচি। ঘাগরা, কৃষ্ণপুর, নয়নাগোড়া, পানিচুবকি,ভেদাকুই এবং বালিগুমা গ্ৰামের কৃষক ও শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এই কর্মসূচি আয়োজিত হয়।