তৃণমুল নেতার ক্লাবের রশিদ নিয়ে চাঁদার জুলুমের অভিযোগে চাঞ্চল্য ,দুর পাল্লার পরিবহন কর্মীকে মারধর, চাঞ্চল্য জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী ১ লক্ষ ১০ হাজার করে দেবার পরও কেনো চাঁদার জুলুম,প্রশ্ন তুলছে আমজনতা। *পুজোর চাঁদার নামে তোলাবাজি, লরি চালককে মারধরের অভিযোগে চাঞ্চল্য ময়নাগুড়িতে* একদিকে যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্গা পুজোর জন্য ক্লাব প্রতি এক লক্ষ দশ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন ঠ