অবশেষে পুলিশের জালে কৃষ্ণনগর ছাত্রী খুনের মূল অভিযুক্ত দেশরাজ সিং। গতকাল বিকালে তাকে উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে। সোমবার কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে অযোধ্যাতে গা ঢাকা দিয়েছিল সে। জাল আধার কার্ড বানিয়ে দিয়েছিল মামা কুলদীপ সিং। সেই সূত্র ধরেই গ্রেফতার। হোটেলের ফোন থেকে বাবাকে ফোন। হোটেল মালিককে টাকা পাঠাতেন বাবা। সেই টাকা নিয়ে নতুন মোবাইল কিনেছিল। পুলিশ সেখানে যায়।