সেন্টাল কলকাতা ট্যালেন্ট সার্চ এডুকেশন সোসাইটি আয়োজনে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অনুষ্ঠিত হলো আজ রবিবার পূর্বস্থলী দু'নম্বর ব্লকের পারুলিয়া কূলো কামিনী উচ্চ বিদ্যালয়। পূর্বস্থলী দু'নম্বর ব্লকের কনভেনার কামাল উদ্দিন শেখ তিনি জানান প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন স্টুডেন্টরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এই সেন্টারে ৭৫৪ জন এদিন রবিবার এই পরীক্ষায় অংশগ্রহণ করে। তিন মাস বাদে রেজাল্ট প্রকাশ হবে।