Faridpur Durgapur, Paschim Bardhaman | Aug 24, 2025
মাত্র ছ’ বছরে বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করল দুর্গাপুরের শ্রিয়া।ভিয়েতনামের আন্তর্জাতিক প্রতিযোগিতায় রানার্স-আপ খেতাব জয়।বয়স মাত্র ছয়। হাতের খেলনা আর খেলার মাঠ ছেড়ে বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে দিল এক খুদে প্রতিভা। দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধের ছোট্ট মেয়ে শ্রিয়া গরাই প্রমাণ করে দিল— প্রতিভার কাছে বয়স কোনো বাধা নয়।ভিয়েতনামে অনুষ্ঠিত জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফাইনাল ২০২৫-এ ভারতের হয়ে প্রতিযোগিতা করে শ্রিয়া ছিনিয়ে নিল রানার্স-আপ খেতাব।