বিয়ে হবার তিন মাসের মাথায় যৌতুকের জন্য প্রাণে মারার চেষ্টা অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনায় আহত গৃহবধূ গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি। বুধবার বিকেল পাঁচটা ৩০ নাগাদ সংবাদমাধ্যমিকে এ কথা জানালো আহত গৃহবধুর পরিবারের সদস্যরা। গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে, তপন থানার সুতোই এলাকার যুবক জিৎ দাসের সঙ্গে প্রেম ঘটিত সম্পর্কের পর সামাজিক মতে বিয়ে হয়। কিন্তু বিয়ে হবার একমাস পরের থেকেই বিভিন্ন সময়ে শাশুড়ি,ননদ বিভিন্ন সময় কটু কথা সহ যৌতুক নিয়ে খো