পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অন্তর্গত আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের বামুনবাড়, কোডমৌসালী ও সিয়ারি এই তিনটি বুথে আজ অনুষ্ঠিত হলো ,"আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি।উপস্থিতছিলেন তৃণমূলকংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তথা পটাশপুর-১ পঞ্চায়েত সহ সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন