আউশগ্রামের হেদোগড়িয়া গ্রাম থেকে রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ একটি জখম হনুমানকে উদ্ধার করলেন বনকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পূর্ণ বয়স্ক হনুমানটির বাম পায়ে কোনভাবে সজোরে আঘাত লাগে। এতে যথেষ্টই কাবু হয়ে পড়ে হনুমানটি। অবস্থা বেগতিক বুঝে আদুরিয়া বন বিভাগে খবর দেন স্থানীয়রা। তারপরেই হনুমানটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এনিয়ে আদুরিয়া বিট অফিসার পিনাকি ভট্টাচার্য জানান, হনুমানটিকে উদ্ধার করে বেশকিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।