খড়গপুর মহকুমা হাসপাতালের এমার্জেন্সীর সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক ব্যক্তি। এক ঘন্টার বেশি সময় ধরে দেহ রাস্তার ওপর পড়ে থাকলেও এগিয়ে এলো না হাসপাতাল কর্মী থেকে শুরু করে পথ চলতি মানুষ। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। পরে অবশ্য খড়গপুর মহকুমা হাসপাতালের কর্মীরাই ওই দেহ তুলে নিয়ে গিয়ে হাসপাতালের ভেতরে একটি ওয়ার্ড এর মধ্যে রাখে। খড়গপুর মহকুমা হাসপাতালেই ময়নাতদন্ত সম্পন্ন হয় দেহের, প্রাথমিকভাবে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।