শুক্রবার প্রায় সারাদিনই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে দেখা মিলল বৃষ্টিপাত। সকাল থেকেই শুরু হয়েছে জেলায় কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পরিবর্তিত হচ্ছে আবহাওয়া। আর এই বৃষ্টিপাতের মধ্যেই শুক্রবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার মির্জাপুর এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে গাছ থেকে গিয়ে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। আর সেই শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক তারে আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়।