মহকুমা স্তরীয় খো খো প্রতিযোগিতা চোয়া বি.বি. পাল বিদ্যানিকেতনে বহরমপুর সদর মহকুমার হরিহরপাড়া ব্লকের চোয়া বি.বি. পাল বিদ্যানিকেতনে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল মহাকুমা স্তরীয় খো খো খেলা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পাঁচটি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের বালক বিভাগীয় ছাত্ররা অংশগ্রহণ করে। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার আবহে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। খেলোয়াড়দের দক্ষতা ও কৌশল দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, এই ধরনের প্রতিযোগিতা শুধু ক্র