বিশালাকার ময়াল সাপ উদ্ধার ঘটনা কি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি সিমলা পাল লক্ষীসাগর গ্রামে। আজ লক্ষী সাগর গ্রামে এক ব্যাক্তি বাড়িতে ওই ময়াল সাপ টিকে দেখতে পেয়ে স্থানীয় রা বস্তা বন্দি করে।পরে উদ্ধার করে বন দপ্তর হাতে সেটিকে হস্তান্তর করে দেওয়ায় হয়।