কাজে শেষে বাড়ী ফেরার পথে গাড়ি ধাক্কায় আহত ব্যক্তি।বিশালগড় প্রতিনিধি,২৪ আগষ্ট। যান দূর্ঘটনা যেন দৈনন্দিন একটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।প্রতিনিয়ত যান দূর্ঘটনার প্রান যাচ্ছে মানুষের।কত মায়ের বুক খালী হয়ে যাচ্ছে, তা বলাই বাহুল্য।বিশেষ করে বিশালগড় মহকুমা জুড়ে যান দূর্ঘটনা যেন পিছু ছাড়ে না।আবার রবিবার বিশালগড় মহকুমার অন্তগর্ত,ব্রজপুর এলাকার বাসিন্দা।