টোটোর নিচে চাঁপা পরে জখম হয় টোটো চালক। এরপর স্থানীয়রা ওই জখম টোটো চালককে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে জখম ওই নাবালক টোটো চালকের নাম মানিক বিশ্বাস বয়স ১২ বছর। বাড়ি গাজোলের রামকৃষ্ণ পল্লী গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে এদিন বুধবার বেলা দুটা নাগাদ রসিকপুর ৮১ নং জাতীয় সড়ক এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাজোল থেকে টোটো চালক টোটো তে খাটের সামগ্রিক নিয়ে রসিকপুর এলাকায় ৮১ নং জাতীয় সড়কের রা