হাওড়া থানা অন্তর্গত রাউন্ড ট্যাংক লেন এলাকায় গতকাল গভীর রাতে একটি গুমটি দোকানে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা এবং দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় সোমবার ভোর চারটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ওই দোকানটিতে বসবাসকারী ব্যক্তি রান্না করার সময় কোনোভাবে আগুন লেগে যায় এর ফলে পুরো দোকানটি বশীভূত হয়ে যায়।