গ্রামের রাস্তা বেহাল, তাই এম্বুল্যন্স কিংবা কোন গাড়ি গ্রামে আসতে পারছে না। বাধ্য হয়েই মুর্মুসু এক রোগীর চিকিৎসার জন্য রোগীকে খাটিয়ার উপর শুইয়ে চারজন সেই খাটিয়া কাঁধে করে হেঁটে হেঁটে এক রোগীকে হাসপাতালে নিয়ে গেল।এটা কোন সিনেমার ছবি নয়।হাড়হিম করাএই ছবি সোমবার দুপুরে দেখা গেল এই রাজ্যের পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামুয়াডি গ্রামের তালডি পাড়াতে।দামোদর নদের তীরে অবস্থিত আদিবাসী অধ্যুষিত এই গ্রামটি।