বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। শুক্রবার রাতে টংভেদাতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের চালার খুঁটিতে ধাক্কা মেরে , ভেঙ্গে যায় খুঁটি, বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় যুবক। স্থানীয় সূত্রে জানা যায় আহত বাইক আরোহীর নাম রাহুল মানকি, বয়স আনুমানিক ২০ ,বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার শিরুগাড়ুতে।স্থানীয় বাসিন্দারা যুবককে উদ্ধার করে। এদিন রাতে বাঁশপাহাড়ীর দিক থেকে বেলপাহাড়ী অভিমুখে যাচ্ছিল ওই বাইক আরোহী।