মহিষাদল ব্লকে অমৃতবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধাম কর্মসূচি অনুষ্ঠিত হলো মঙ্গলবার। মঙ্গলবার দুপুর দুটো নাগাদ উপস্থিত হয়েছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী,পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।সেই সঙ্গে হলদিয়া ব্লকে বাড়উত্তরহিংলী গ্ৰাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান" সেখানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক।